উভয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে মায়াবতী বলেন, রাজ্যটিতে আইন-শৃঙ্খলার কোনো স্বাভাবিক অবস্থা নেই। দিনে দিনে এটা অবনতির দিকে যাচ্ছে। একে স্বাভাবিক রাখতে হলে রাজ্যের সরকারকে পদত্যাগ করা উচিত।
এদিকে, মায়াবতীর আগমনের আগেই গ্রামের কৃষকের জমি ও ফসল পরিষ্কার করে হেলিপ্যাড অস্থায়ী হ্যালিম্যাড তৈরি করে বিএসপির নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বাদাউন জেলার কাতারা গ্রামে বাড়ির বাইরে থেকে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাদের পালাক্রমে ধর্ষণ করার পর হত্যা করে বুধবার সকালে একটি গাছে তাদের মৃতদেহ ঝুলিয়ে রাখে পাষন্ডরা। পুলিশ এ ঘটনায় প্রথমে মামলা না নিলেও ক্ষুব্ধ গ্রামবাসীর আন্দোলনের মুখে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা নিতে বাধ্য হয় তারা। এরপর শনিবার এই হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশকেও গ্রেফতার করা হয়।