Print this page
Saturday, 29 March 2014 19:46

জেলে যাচ্ছেন দেব?

Rate this item
(0 votes)

বর্তমান সময়ে ভারতের অনেক স্পর্শকাতর একটি বিষয় ধর্ষণ। এই ধর্ষণ ঠেকাতে ভারত সরকার নিচ্ছে নানা ব্যবস্থা, সেই সাথে মানুষও হচ্ছে সচেতন। ঠিক এমনই এক সময়ে টালি বাংলার অন্যতম সেরা অভিনেতা দেব ধর্ষণ নিয়ে কটু মন্তব্য করে সাড়া ফেলে দেন পুরো ভক্ত সমাজে। এর জন্য হয়তো হাজত বাসও করতে হতে পারে এই সুপার হিরোর।

দেব তৃণমূলের প্রার্থী হবার পর ফোকাস লাইট একটু বেশিই তার দিকে পড়ছে। এমন সময় দেবের এই উক্তি বেশ কটু ভাবেই তার ভক্ত সমাজে ধরা দিয়েছে। দেবের মতে, নির্বাচনের উত্তেজনা ধর্ষণের মতো। হয় চিৎকার করতে হয়, না হয় মজা নিতে হয়।

একটি পত্রিকায় তার এমন মন্তব্যের জবাবে ঐ পত্রিকার কাছ থেকে সিডি চেয়ে পাঠায় কমিশন। অভিযোগ প্রমাণিত হলে কমিশন দেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এতে দেবের তিন বছরের জেল ও সাথে জরিমানাও হতে পারে।

যদিও টুইটারে হাত জোড় করে সবার কাছে ক্ষমা চান দেব।