অভিনেত্রী হিসেবে বলিউডে টিকে থাকতে হলে অভিনয়ের পর দ্বিতীয় যোগ্যতা নাকি দেহসর্বস্ব উত্তাপ। কিন্তু অভিনয় দিয়েই যে ক’জন অভিনেত্রী ফিল্মপাড়ায় শক্ত অবস্থান তৈরি করেছেন তাদেরই একজন সোনাম কাপুর। প্রতিটি ছবিতেই তার অভিনয় ভক্ত থেকে শুরু করে সমালোচক সবার কাছেই প্রশংসিত হয়েছে।
একদিকে যখন সানি লিওনের মত পর্ণস্টাররা যৌনাবেদনময়ী রূপে বলিউডে নাম কামাচ্ছেন তখন সোনাম কাপুরের এই সাধাসিধা আউটলুক বেশ চ্যালেঞ্জিং বলা চলে।
তবে বিখ্যাত ইলে ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হতে খোলামলো ছবি শুট করেছেন তিনি। কিছু অর্ধনগ্ন ছবি মাইক্রোব্লগিং
সাইটে আপলোড করেছেন তিনি নিজেই।
এরপরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। এদিকে নিজের প্রায় উন্মূক্ত দেহের ছবি নিয়ে মুখরোচক খবর ছড়ানো লোকজনকে এক হাত নিয়েছেন সোনাম।
তবে আড়ালে মুখরোচক আলাপচারে অনেকেই বলছেন, এবার সানি লিওনকে টেক্কা দিতে চাইছেন সোনাম।