Print this page
Monday, 16 June 2014 22:36

সালমান ডেজি'র সাথে সময় ভালো কাটাচ্ছেন

Rate this item
(0 votes)

ফিল্ম ‘কিক’য়ের সেটে নায়িকার চেয়ে বেশি দেখা মিলছে ডেজি শাহ’র। ছবিতে অভিনয় না করেও গোটা শ্যুটিং ফ্লোর দাপিয়ে বেড়াচ্ছেন ডেজি। আসলে তিনি সালমানের সঙ্গে সময় কাটাতেই সেখানে থাকেন। সালমান নাকি শ্যুটিং বাদে বাকি সময়টা ডেজির সঙ্গেই কাটাচ্ছেন। দুজনেই ‘জয় হো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তখন অবশ্য সালমান ডেজির মেন্টর ছিলেন। কিন্তু শোনা যাচ্ছে ডেজি নাকি সলমানের বাড়িতে প্রায়ই যান এমনকি সালমানের বাড়িতে দুজনে একসঙ্গে সময়ও কাটান।

যদিও সালমানের ঘনিষ্টরা জানিয়েছেন, সালমানের বাড়িতে প্রচুর লোকই আসেন। তাদের মধ্যে ডেজিও একজন। যারাই সালমানের বাড়িতে আসেন তারা সারাদিন সেখানেই থাকেন কারণ সালমান পরিবার অতিথি আপ্যায়নের জন্য বিখ্যাত।