Print this page
Sunday, 06 April 2014 19:33

বিদেশ ভ্রমণে ব্যয়সীমা বাড়ল

Rate this item
(0 votes)

বিদেশ ভ্রমণে যাত্রীদের ব্যয়সীমা বাড়ানো হয়েছে।

রবিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, এখন বিদেশ ভ্রমণে বছরে ১২ হাজার ডলার ব্যয় করা যাবে। আগে যা ছিল ৭ হাজার ডলার।

আগে প্রতিবার ভ্রমণের সময় সর্বোচ্চ ২ হাজার ডলার সঙ্গে নেয়া যেত। এখন সেখানে নেয়া যাবে ৩ হাজার ডলার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরে ব্যয়সীমা ১২ হাজার ডলারের মধ্যে সার্কভুক্ত দেশগুলো এবং মিয়ানমারে ভ্রমণের জন্য ৫ হাজার ডলার এবং বিশ্বের অন্য দেশগুলোর জন্য ৭ হাজার ডলার।

আগে মিয়ানমার ও সার্কভুক্ত দেশগুলোতে ব্যয় করা যেত ২ হাজার ডলার এবং অন্য দেশের জন্য ছিল ৫ হাজার ডলার।

Last modified on Sunday, 06 April 2014 21:41