বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বৈঠক করেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চার টার সময় এ বৈঠক শুরু হয়ে শেষ হয বিকেল পাঁচ টায়।

আধা ঘণ্টার এ বৈঠক শেষে বিএনপি জানায়, পুলিশপ্রধান আশ্বাসে বিএনপির প্রতিনিধিদল আশ্বস্ত হয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম গণমাধ্যমকর্মীদের বলেন, পুলিশ প্রধান আমাদের পরামর্শসহ সহযোগীতার আশ্বাস দিয়েছেন। এতে আমরা আশ্বস্ত হয়েছি।

পুলিশ মহাপরিদর্শক কি ধরনের পরামর্শ দিয়েছে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, মহামারি করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচী পালনের পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচিতে সহযোগিতার জন্য আইজিপির কাছে বিএনপির পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বিজন কান্তি সরকার, সদস্যসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটি সদস্যসচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।