বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রথমবারের মতো আয়োজিত গার্ল সামিটে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। মঙ্গলবার লন্ডনের ওয়ালওয়র্থ একাডেমিতে এই সম্মেলনে কন্যাশিশুর অধিকার রক্ষায় অগ্রগতির তথ্য তুলে ধরবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের সঙ্গে বৈঠক করবেন এবং মতবিনিময়ে অংশ নেবেন।
গার্ল সামিটে অংশগ্রহণ শেষে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বুধবার সকাল ১১টায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করে সোয়া ৬টায় ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়ার কথা রয়েছে তার।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।