এরা হলো মোতালিবের স্ত্রী আফরোজা বেগম(৩৬), ছেলে সাগর (১৬), রআসেল (১৪), রানা(১২)।
গুরুতর আহত মোতালিবকে ঝড়ের কারণে রাস্তা-ঘাট বন্ধ থাকায় হাসপাতালে নেওয়াও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ওই এলাকার সিধলী বানিয়াপাড়া পাবলিক হাইস্কুলের প্রধন শিক্ষক মফিজুর রহমান তালুকদার।
তিনি আরো জানান, ঝড়ের তাণ্ডবে পুরো এলাকার বেশির ভাগ বাড়ির গাছপালা ধ্বংস হয়ে গেছে। এছাড়া সিধলী বানিয়াপাড়া হাইস্কুলের দুইটি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এগুলো মেরামত না করা হলে স্কুলে ক্লাশ করাও অফসম্ভব হয়ে পড়বে।
এছাড়া উপজেলার নয়নকান্দি গ্রামে আরো এক অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছে।