নীলক্ষেতে পুলিশের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে চারজন ছাত্র ও চারজন পুলিশ সসদস্য আহত হয়েছেন।
তুচ্ছ ঘটনায় শুক্রবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে নিউমার্কেট থানায় ধরে নিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ ছাত্ররা তাদের থানার লকআপ ভেঙে নিয়ে আসার সময় সংঘর্ষ বেধে যায়।শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী নওশাদ (রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ), মুকিত (বাংলা ২য় বর্ষ), সোহান (ইংরেজি ১ম বর্ষ) দুপুরে খাওয়ার জন্য নীলক্ষেত যান।এ সময় কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে তুচ্ছ ঘটনায় তাদের কথা কাটাকাটি হলে পুলিশ তাদের আটক করে নিউমার্কেট থানায় নিয়ে নির্যাতন করে।এ খবর হলে ছড়িয়ে পড়লে তাদের বিক্ষুব্ধ সহপাঠীরা গিয়ে নিউমার্কেট থানার লক-আপ ভেঙে তাদের নিয়ে আসে। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়।
এসময় আহত হন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপুল (অর্থনীতি ৩য় বর্ষ)।আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।তবে সংঘর্ষের বিষয়টি স্বীকার করলেও কোন শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রক্টর এম. আমজাদ আলী।তিনি নবদেশ কে জানান, সংঘর্ষের বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।এ বিষয়ে এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায় নি।আহত পুলিশ সদস্যরা হলেন এসআই হানিফ, এসআই ইফতেখার, এসআই সবুজ ও কনস্টেবল শামীম।থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান জানিয়েছেন, ছোট্ট একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।