শুল্ক গোয়েন্দার পরিচালক মনিরুল ইসলাম নবদেশ কে জানান, জাকির দুবাই থেকে আগত ইকে ৫৮৩ নম্বর বিমান থেকে নেমে বিমানবন্দরের গ্রীনচ্যানেলে আসার সময় শুল্ক গোয়েন্দারা জাকিরকে সন্দেহ হলে তার কাছ থেকে সেনারবার গুলো উদ্ধার করা হয়।
ঢাকা,শুক্রবার, ১৩ মার্চ ২০১৫, ২৯ ফাল্গুন ১৪২১, ২১ জমাদিউল আউয়াল ১৪৩৬
রাজধানী
হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২ কেজি ওজনের ১৭টি সোনারবারসহ একজন কে আটক করেছে বিমানবন্দর শাখা শুল্ক গোয়েন্দা। আটককৃতের নাম জাকির হোসেন।
শনিবার রাত সোয়া নয়টার দিকে সোনাসহ জাকিরকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দার পরিচালক মনিরুল ইসলাম নবদেশ কে জানান, জাকির দুবাই থেকে আগত ইকে ৫৮৩ নম্বর বিমান থেকে নেমে বিমানবন্দরের গ্রীনচ্যানেলে আসার সময় শুল্ক গোয়েন্দারা জাকিরকে সন্দেহ হলে তার কাছ থেকে সেনারবার গুলো উদ্ধার করা হয়।