উদ্ধার হওয়া জেলেরা জানান, ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে তারা প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গোপসাগরে যান। শানিবার মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি উল্টে যায়। এরপর তারা ৭ জেলে ট্রলারের জাল ও ট্রলার ধরে ভাসতে ভাসতে জোয়ারের সঙ্গে মেঘনার দিকে চলে আসে। এসময় অন্য জেলেরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দৌলতখান থানায় নিয়ে আসে। বাকিদের আর খোঁজ মেলেনি। তাদের ধারণা, বাকি ১১ জন আর বেঁচে নেই। নিখোঁজদের সঙ্গে ট্রলার মালিক চৌধুরী মোল্লার ছেলে ইসমাইল মোল্লাও রয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবির জানান, উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা নিখোঁজ রয়েছে তাদের সলিল সমাধির আশঙ্কা করা হচ্ছে।